শুক্রবার, মে ৯, ২০২৫

ফিলিস্তিনীদের ঘরবাড়ি উচ্ছেদ না করতে ইসরাইলের প্রতি ইউরোপীয় ইউনিয়নের আহ্বান

spot_imgspot_img

দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস না করার জন্য ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এছাড়া ফিলিস্তিনিদের স্কুল ভবনগুলো ভেঙে দেওয়ার ব্যাপারে ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল যে হুমকি দিয়ে রেখেছে তা বাতিল করে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথে ইসরাইলকে এগিয়ে যেতে বলেছে এ জোট।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এক বিবৃতিতে এসব কথা বলেন।

তিনি বছেন, ব্যাপকভিত্তিক ঘরবাড়ি উধ্বংসের মধ্যদিয়ে এ কথা আবারো পরিষ্কার হলো- চলতি বছরের প্রথম দিক থেকে যে দখলদারিত্ব এবং উচ্ছেদ অভিযান শুরু করেছে ইসরাইল সেই প্রবণতা অব্যাহত রয়েছে।

জর্দান উপত্যকার তুবাস এলাকার বেদুইন পল্লীতে ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনা বুলডোজার দিয়ে বেশ কয়েকটি বাড়ি মাটির সাথে মিশিয়ে দেওয়ার দুই দিন পর ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হলো। এই ধ্বংসযজ্ঞের ফলে অন্তত ৮০ জন ফিলিস্তিনি উদ্বাস্তু হয়েছে যাদের অর্ধেক শিশু।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img