শুক্রবার | ১৬ জানুয়ারি | ২০২৬
spot_img

পাকিস্তানের জন্য যুদ্ধজাহাজ নির্মাণ শুরু করেছে তুরস্ক

পাকিস্তানের জন্য দেশটির বন্দরনগরী করাচীতে যুদ্ধজাহাজ নির্মাণের কার্যক্রম শুরু করেছে তুরস্ক।

শুক্রবার (৫ নভেম্বর) করাচীতে এ যুদ্ধজাহাজের নির্মানের উদ্বোধন করা হয়।

তুরস্কের সহযোগিতায় মিলগেম প্রকল্পের অধীনে এডিএ ক্লাস যুদ্ধজাহাজটি লম্বায় ৯৯ মিটার (৩২৫ ফিট) এবং স্থানচ্যুতির সক্ষমতা ২৪ হাজার টন পর্যন্ত। যা ২৯ নটিক্যাল মাইল গতিতে চলতে পারে।

অনুষ্ঠানে পাকিস্তানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আমজাদ খান নিয়াজি বলেন, তুরস্কের সহযোগিতায় অত্যাধুনিক যুদ্ধজাহাজ তৈরি পাকিস্তানের জন্য একটি গৌরবময় মুহূর্ত। মিলগেম ক্লাসের এ যুদ্ধজাহাজ পাকিস্তানের নৌবাহিনীর অভিযানের সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বাড়াবে। এছাড়াও যৌথ এ প্রকল্পের মাধ্যমে প্রতিরক্ষা খাতে আঙ্কারা ও ইসলামাবাদের মধ্যে সহযোগিতার নতুন পথ খুলে দেবে।

জানা গেছে, ২০১৮ সালের জুলাইয়ে পাকিস্তানের নৌবাহিনী তুরস্কের এএসএফএটির সঙ্গে চারটি মিলগেম ক্লাস শিপের জন্য চুক্তিবদ্ধ হয়। চুক্তি অনুযায়ী, দুটি যুদ্ধজাহাজ তৈরি হবে তুরস্কে এবং বাকি দুটি তৈরি হবে পাকিস্তানে। এতে প্রযুক্তি হস্তান্তরের বিষয়টিও রয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ