বৃহস্পতিবার | ২৫ ডিসেম্বর | ২০২৫
spot_img

গাজ্জা যুদ্ধ পরিচালনায় অস্বীকৃতি; ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত

গত একবছরেরও বেশি সময় ধরে গাজ্জায় গণহত্যা চালিয়ে নির্বিচারে ফিলিস্তিনি নাগরিকদেরকে হত্যা করছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এর মধ্যে অনেক ইসরাইলি সৈন্যই যুদ্ধ চালিয়ে যেতে অনাগ্রহী প্রকাশ করেছে। এমনকি আত্মহত্যাও করেছে অনেক ইসরাইলি সেনা। সবাইকে অবাক করে দিয়ে এবার ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট নিজেই গাজ্জা যুদ্ধ পরিচালনা করতে অস্বীকৃতি জানিয়েছে। যার ফলে তাকে বরখাস্ত করেছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ ঘটনার পর দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইয়োভ গ্যালান্টকে লেখা চিঠি তার কাছে পৌঁছানোর ৪৮ ঘণ্টা পরই তার দায়িত্ব শেষ হবে।

চিঠির শেষে নেতানিয়াহু লেখেন, প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য আপনাকে ধন্যবাদ। গ্যালান্টের স্থলাভিষিক্ত হবে পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাটজ। আর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন গিডিয়ান সার। যদিও এর আগে এ পদে তার দায়িত্ব পালনের কোনো অভিজ্ঞতা নেই।

এদিকে নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, যুদ্ধের শুরুতে ইয়োভ গ্যালান্টের সঙ্গে বিশ্বাসের কোনো ঘাটতি ছিল না। তবে যুদ্ধের শেষে এসে বিশ্বাসের ফাঁটল ধরেছে। যুদ্ধ পরিচালনায় তারা অস্বীকৃতি জানিয়েছে। ইয়োভ গ্যালান্ট এমন সিদ্ধান্ত নিয়েছেন এবং বিবৃতি দিয়েছেন যা মন্ত্রিসভার সিদ্ধান্ত বর্হিভূত।

নেতানিয়াহু পরোক্ষভাবে ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে পরোক্ষভাবে ইসরাইলি শত্রুদের সহযোগিতার অভিযোগ তুলেছেন। এদিকে ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করায় উল্লাস প্রকাশ করেছেন দেশটির অতি ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গভীর। তিনি নেতানিয়াহুর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img