সোমবার | ২২ ডিসেম্বর | ২০২৫
spot_img

চলে আসুন আমাদের কাছে, আমরা আপনাকে সম্মান দেব: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিএনপি-জামাতের লোকদের রাজনীতিতে ত্যাগ ছিল। যারা রাতে ঘুমাতে পারেননি, বছরের পর বছর জেল খেটেছেন, গণতন্ত্র ভোটের অধিকারের জন্য আমরা তাদের সম্মান জানাই। এ বিষয়টাকে আমরা ধারণ করি; কিন্তু আপনি যে দল করছেন, তারা ধারণ করে না। আপনি চলে আসুন আমাদের কাছে, আমরা আপনাকে সম্মান দেব।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে রাঙামাটি জেলা শহরের সড়ক কুমার সুমিত রায় জিমনেশিয়ামে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এনসিপির রাজনৈতিক দলের জোটে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, যারা সংস্কারের পক্ষে আছে, আমাদের সঙ্গে জোট করতে চায়, তাদের জন্য আমরা দরজা উন্মুক্ত রেখেছি।

তিনি আরও বলেন, আগামী ১০ বছরের মধ্যে যদি আমরা সরকার গঠন না করতে পারি, তাহলে রাজনীতি থেকে ইস্তফা দেব। সংস্কারে যারা বাধা দিয়েছে, জুলাইয়ের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, আমরা তাদের বিচার অবশ্যই করব।

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img