ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দুর্নীতিবাজ ও লুটেরাদের হাত থেকে দেশ ও জনগণকে বাঁচাতে ইসলামই একমাত্র বিকল্প শক্তি। ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা ছাড়া দুর্নীতিমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়।
তিনি বলেন, বিগত ৫১ বছরে যারা দেশকে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে গড়ে তুলেছে আগামীতে তাদেরকে বর্জন করে আল্লাহভীরু নেতৃত্ব কায়েম করতে হবে। দুর্নীতিবাজ ও লুটেরাদের হাত থেকে দেশকে মুক্ত করতে হলে রাজনীতিতে একটি আদর্শিক পরিবর্তন প্রয়োজন।
সোমবার (৫ ডিসেম্বর) রাজধানীর ভাটারাস্থ একটি মিলনায়তনে দায়িত্বশীল প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব বলেন।
চরমোনাই পীর বলেন, মানুষ অধিকার বঞ্চিত, ন্যায় বিচার থেকে বঞ্চিত এমনকি ভোটাধিকার থেকেও বঞ্চিত। একটি স্বাধীন সার্বভৌম দেশে মানুষের ভোটাধিকার হরণ করে সরকার দেশে একদলীয় অঘোষিত বাকশাল প্রতিষ্ঠা করেছে। মানুষের মৌলিক অধিকার ও ন্যায় বিচার নিশ্চিত করতে রাজনীতিতে গুণগত ও আদর্শিক পরিবর্তন ছাড়া সম্ভব নয়। তিনি বলেন, স্বাধীনতার মূল লক্ষ্য অর্জনে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় দুর্নীতি-দু:শাসন মুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে গণমুখি আন্দোলন গড়ে তুলতে দায়িত্বশীলদেরকে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে।
তিনি বলেন, ইসলামের সুমহান আদর্শের আলোকে জাতি ধর্ম নির্বিশেষে সকলের সাথে সাম্য ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ইসলামের বিকল্প নেই। বর্তমান সরকার মানুষের নাগরিক অধিকার কেড়ে নিয়েছে। বিরোধী দলের কর্মসূচিতে বাধা সৃষ্টি করে সাধারণ মানুষকে চরম দুর্ভোগে নিপতিত করছে। নাগরিক অধিকার খর্ব করার এখতিয়ার কারো নেই। সরকারের হাতে অর্থনীতি, ধর্মীয় শিক্ষা, তাহজীব-তামাদ্দুন, ভোটাধিকার ও দেশের স্বাধীনতা কোন কিছুই নিরাপদ নয়।