ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শংকর জানিয়েছেন, রাশিয়া থেকে তেল ক্রয় অব্যাহত রাখবে ভারত।
তিনি বলেন, নিজেদের জ্বালানি প্রয়োজনকেই সর্বোচ্চ গুরুত্ব দেবে ভারত। রাশিয়ার তেলের কম দামের কারণে উপকৃত হয় তারা।
সোমবার (৫ ডিসেম্বর) দিল্লি সফররত জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবোকের সাথে আলোচনায় রুশ তেল ক্রয়ের বিষয়ে এমন ইঙ্গিত দিলেন জয়শংকর।
সুব্রামানিয়াম জয়শংকর বলেন, রাশিয়ার কাছ থেকে ভারতের চেয়ে ছয়গুণ বেশি তেল আমদানি করে ইউরোপীয় ইউনিয়ন। গ্যাসের বেলায়তো তুলনাই চলে না। কারণ, ভারত রাশিয়া থেকে গ্যাস আনে না। আর ইইউ কেনে ৫০ বিলিয়ন ইউরোর বেশি মূল্যের গ্যাস। কয়লাও আমাদের তুলনায় ৫০ শতাংশ বেশি কেনে তারা। এটা আসলে যার যার নিজস্ব নীতি ও প্রয়োজন অনুযায়ী।
সূত্র: এপি