বৃহস্পতিবার | ২৫ ডিসেম্বর | ২০২৫
spot_img

ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় আসছেন আগামী ৯ ডিসেম্বর

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফরের তারিখ ঘোষণা করেছে নয়াদিল্লি। সোমবার (৯ ডিসেম্বর) তিনি ঢাকা আসছেন।

আজ শুক্রবার (৬ ডিসেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়েসওয়াল নয়াদিল্লিতে মন্ত্রণালয়ের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

জয়েসওয়াল বলেন, পররাষ্ট্র সচিবের নির্ধারিত ঢাকা সফর শুরু হবে ৯ ডিসেম্বর থেকে। ওই দিন ঢাকায় পৌঁছে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়া আরও কয়েকটি বৈঠক করার শিডিউল রয়েছে তার। তার এই সফর দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের কাঠামোগত সম্পৃক্ততার অংশ।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img