জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্রে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি রিয়াজুল ইসলাম এবং জিএস আব্দুল আলিম এবং এজিএস মাসুদ রানা এগিয়ে রয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে জকসু নির্বাচন কমিশন এই ফলাফল ঘোষণা করে।
ঘোষিত চার কেন্দ্রের মধ্যে ভিপি পদে শিবিরের রিয়াজুল ইসলাম মোট ৪২৭ ভোট পেয়ে এগিয়ে আছেন। অপরদিকে ছাত্রদলের একেএম রাকিব পেয়েছেন ৩৯৪ ভোট। জিএস পদে ৩৮৫ ভোট পেয়ে এগিয়ে আছেন শিবিরের আব্দুল আলিম আরিফ। আর ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২০৫ ভোট।এজিএসে শিবির সমর্থিত মাসুদ রানা ৪০৫ ভোটে এগিয়ে আছেন। ছাত্রদলে বিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৩২১ ভোট।
এর মধ্যে ভূগোল ও পরিবেশ বিভাগে শিবির ভিপি রিয়াজুল ইসলাম ১০০ আর ছাত্রদলের একেএম রাকিব ৯১ ভোট পেয়েছেন। জিএস পদে ছাত্রশিবিরের আব্দুল আলিম আরিফ ৯০, ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৪৫ ভোট। এজিএস পদে শিবিরের মাসুদ রানা পেয়েছেন ৯৮, আর ছাত্রদলের বিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৪৫ ভোট।
নৃবিজ্ঞান বিভাগে শিবিরের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ১২৮ ভোট, অপরদিকে ছাত্রদলের একেএম রাকিব ১১৮, জিএস পদে শিবিরের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১২৩ ভোট, ছাত্রদলেন খাদিজাতুল কুবরা পেয়েছেন ৭৩ ভোট। এজিএস পদে শিবিরের মাসুদ রানা পেয়েছেন ১০২, ছাত্রদলের বিএম আতিকুর রহমান তানজিল ১২৬ ভোট পান।
লোক প্রশাসন বিভাগে ভিপি শিবিরের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম ১২২ ভোট, ছাত্রদলের একেএম রাকিব ১৩২ ভোট পেয়েছেন। জিএস পদে শিবিরের আব্দুল আলিম আরিফ ১২৩ ভোট আর ছাত্রদলের খাদিজাতুল কুবরক ৬২ ভোট পেয়েছেন। এজিএস শিবিরে মাসুদ রানা ১৩০, ছাত্রদলের বিএম আতিকুর রহমান তানজিল ১০৬ ভোট পান।
ফার্মেসি বিভাগ ভিপি পদে শিবিরের রিয়াজুল ইসলাম ৭৮ ভোট, ছাত্রদলের একেএম রাকিব ৫৩ ভোট পেয়েছেন। আর জিএস পদে শিবিরের আব্দুল আলিম আরিফ ৮৩, ছাত্রদলের খাদিজাতুল কুবরা ২৬ ভোট পেয়েছেন। এজিএস শিবিরের মাসুদ রানা ৭৮ আর বিএম আতিকুর রহমান তানজিল ৪৫ ভোট পেয়েছেন।
এর আগে রাত ১টার দিকে নির্বাচন কমিশনার অধ্যাপক শহিদুল ইসলাম জানান, প্রায় ৩০০ ভোট কাস্ট হয়েছে এমন একটি কেন্দ্রের ভোট প্রথমে ম্যানুয়ালি গণনা করা হয়। এরপর দুটি ওএমআর মেশিনের মাধ্যমে একই ভোট পুনরায় গণনা করা হচ্ছে। ম্যানুয়াল গণনার ফলাফলের সঙ্গে যে মেশিনের ফল মিলবে, সেই মেশিন দিয়েই পরবর্তী সব কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন করা হবে। এই সিদ্ধান্ত অনুযায়ী নৃবিজ্ঞান বিভাগের ২৭৮টি ভোট দিয়ে নতুন করে গণনা শুরু করা হয়।
উল্লেখ্য, মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটের দিকে ভোট গণনার মেশিনে টেকনিক্যাল ত্রুটি দেখা দিলে পুরো প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরে সমস্যার সমাধান শেষে দীর্ঘ বিরতির পর আবারও ভোট গণনা শুরু করে নির্বাচন কমিশন।
মঙ্গলবার সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত জকসু ও হল সংসদ নির্বাচনের ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোট গ্রহণ করা হয়। তবে নির্ধারিত সময়ের পরও বেশ কয়েকটি বিভাগের কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। এসব ভোটারও ভোট দিয়েছেন। নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৬৫ শতাংশ।











