চলছে বসন্তকাল। বৈশাখ মাস আসতে এখনও বাকি। এরইমধ্যে সিলেটের উপর দিকে বয়ে গেলো কালবৈশাখি ঝড়।
শনিবার (৬ মার্চ) রাতে সিলেটের উপর দিয়ে বয়ে যায় তীব্র ঝড়।
রাত ৮ থেকে শুরু হয় বজ্রসহ ঝড় ও বৃষ্টি। যা প্রায় এক ঘন্টা অব্যাহত ছিলো।
ঝড়ের পর থেকে বিদ্যুৎহীন হয়ে পড়েছে নগরের অনেক এলাকা। বৃষ্টিতে নগরের অনেক এলাকায় জলাবদ্ধতাও দেখা দেয়।
সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, আজ রাতে বৃষ্টি হতে পারে তা আবহাওয়ার পূর্বাভাসে আগেই জানানো হয়েছিলো। এই মাসে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ঝড় ও বজ্রপাতের কারণে দুএকটি ঝায়গায় ট্রান্সফরমার বিকল হয়ে পড়েছে। এছাড়া কিছু জায়গায় লাইনও ছিড়ে গেছে। এতে নগরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে।










