বুধবার, মার্চ ১২, ২০২৫

যে কোন পরিস্থিতির জন্য হামাস প্রস্তুত

উচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে এবং সব রকমের পরিস্থিতির জন্য প্রস্তুত ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলে জানিয়েছেন সংগঠনটির আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা।

বৃহস্পতিবার (৬ মার্চ) এক ভিডিও বার্তায় এ কথা জানান তিনি।

ভিডিও বার্তায় তিনি বলেন, গাজ্জায় যদি ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী নতুন করে যুদ্ধ শুরু করে, তাহলে জিম্মিদের ‍মুক্তি নিশ্চয়তা থাকবে না।

তিনি বলেন, ইসরাইল অস্ত্র ও যুদ্ধের মাধ্যমে যা অর্জন করতে ব্যার্থ হয়েছে, তা কখনোই হুমকি ও প্রতারণার মাধ্যমে অর্জন করতে পারবে না।

উল্লেখ্য, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, গাজ্জা উপত্যকায় আটক অবশিষ্ট ইসরাইলি বন্দীদের অবিলম্বে মুক্তি না দিলে ফিলিস্তিনি এবং হামাস যোদ্ধাদের হত্যা করা হবে। ট্রম্পের হুমকি দেওয়ার একদিন পর ভিডিও বার্তা আবু উবাইদা এসব কথা বলেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img