মাহে রমজানের পবিত্রতা বজায় রাখা এবং প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধের দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছেন সাধারণ মুসল্লীরা।
আজ শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর মিরপুর এলাকাবাসীর ব্যানারে পল্লবীতে এ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীরা বলেন, পবিত্র মাহে রমজানের দিনে প্রকাশ্যে ধুমপান করে দেশের সংস্কৃতিকে বিনষ্ট ও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যে কিছু ধর্মবিদ্বেষী প্রশাসনের নাকের ঢগায় আস্ফালন করে বেড়াচ্ছে। তারা চায় দেশটাকে মাদকের আখড়ায় পরিণত করতে এবং দেশের নারী সমাজকে সেই বিপথগামীতার দিকে নিয়ে যেতে।
তারা বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বেয়াদবি ও তার বক্তব্য বিকৃত করে দেশকে অস্থিতিশীল করার পায়তারা বাস্তবায়নের চেষ্টা করছে ভীনদেশী তাবেদাররা।
মিছিলে ‘শাহবাগীদের ঠাঁই নাই, এই বাংলায় হবে না’, ‘এক দুই তিন চার, শাহবাগী তুই বাংলা ছাড়।’, ‘ধূমপান নিষিদ্ধ কর, করতে হবে’ ইত্যাদি নানান স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের।
বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া একজন বলেন, যেসব নারী প্রকাশ্যে ধূমপান করে, আবার প্রকাশ্যে ধূমপানের সুযোগের দাবিতে আন্দোলন করে তাদের নিশ্চয়ই ভিন্ন কোনো উদ্দেশ্য আছে। তারা আমাদের সমাজকে কলুষিত করতে চায়। বিদেশি সংস্কৃতি-কালচার আমদানি করে নারীদের বাজারের পণ্য বানাতে চায়। আমরা তো চোখের সামনে আমাদের সমাজকে ধ্বংস হতে দিতে পারি না।
এসব ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় সংবাদমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা।
দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে যারা ফেলবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের আহ্বানও জানান তারা।