মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫

গাজ্জায় ইসরাইলের গণহত্যা বন্ধের দাবিতে ঢাকায় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের বিক্ষোভ

ফিলিস্তিনের গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বর্বর গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বব্যাপী মজলুম গাজ্জাবাসীর আহুত হরতালের সমর্থনে বাংলাদেশের রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ।

আজ সোমবার (৭ এপ্রিল) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বের হয়ে পল্টন, প্রেসক্লাব, শাহবাগ, টিএসসি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে মিছিলটি সমাপ্ত হয়।

মিছিলে সভাপতির বক্তব্যে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সহ-সভাপতি মাওলানা গাজী আতাউর রহমান বলেন, গাজ্জায় ইসরাইলের নৃশংসতা এবং বর্বরতা ইতিহাসের সকল নৃশংসতাকে হার মানিয়েছে। ইসরাইল কতটা বর্বর, হিংস্র হায়েনা- তা তাদের কর্মকান্ডে ফুটে উঠেছে। ইসরাইলের গণহত্যা সকল মানবিক বির্পযয়কে ছাড়িয়েছে। এভাবে বোমাবর্ষণ করে মানুষ হত্যার নজীর মানব ইতিহাসে আর নাই। তারচেয়েও লজ্জাজনক বিষয় হলো, মানবতার ধ্বজাধারী পশ্চিমা সরকারগুলো, বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো এবং আরব সরকারগুলো যে নিরব ভূমিকা পালন করছে তা ইতিহাসের কলংক হয়ে থাকবে। মধ্যপ্রাচ্য থেকে জারজরাষ্ট্র ইসরাইলকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর প্রতিবাদ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

মুফতী রেজাউল করীম আবরার বলেন, ইঙ্গ-মার্কিন ও ইসরাইলি সকল পণ্য বর্জনের মাধ্যমে অর্থনৈতিকভাবে চাপ অব্যাহত রাখতে হবে। পাড়ায় মহল্লায় ইসরাইলী পণ্যের বিরুদ্ধে প্রচারনা অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, প্রধান উপদেষ্টাকে ইসরাইলের ভয়াবহ নৃশংসতার বিরুদ্ধে বিশ্বব্যাপীজোরালো প্রতিবাদ গড়ে তুলতে হবে এবং ফিলিস্তিনের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে কাজ করতে হবে। ফিলিস্তিনকে মুক্ত করতে ভুমিকা পালন করতে হবে। সেইসাথে বাংলাদেশের শান্তিমিশনের মতো ফিলিস্তিনে যাওয়ার ব্যবস্থা করলে বাংলাদেশ থেকে লাখো যুবক ফিলিস্তিনের মজলুমদের পক্ষে কাজ করতে প্রস্তুত রয়েছে।

এতে আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতী রেজাউল করীম আবরার, মুফতী আবু ত্বহা আদনান, মুফতী শামসুদ্দোহা আশরাফী, ইসমাঈল হোসেন সিরাজী, মাওলানা শাহজাহান আল হাবিবী, মুফতী আব্দুল আজিজ কাসেমী, মুফতী এমদাদুল্লাহ ফাহাদ, মুফতী ফরিদুল ইসলাম, মাওলানা কেএম শরীয়াতুল্লাহ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img