পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের মধ্যরাতের ক্ষেপণাস্ত্র হামলাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছেন।
বুধবার (৭ মে) এক বিবৃতিতে তিনি বলেন, “শত্রু আবারও তার প্রতারক প্রকৃতি প্রদর্শন করেছে। পাকিস্তান তার ওপর হওয়া আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়ার অধিকার রাখে।”
তিনি বলেন, “আমাদের জাতি ও সশস্ত্র বাহিনী জানে কীভাবে শত্রুর মোকাবিলা করতে হয় এবং তাদের পরাজিত করতে হয়।”
পাঁচটি স্থানে ভারতের এই হামলার পর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জাতীয় নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার জন্য ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক আহ্বান করেছেন। বৈঠকে দেশের প্রতিরক্ষা, পররাষ্ট্র, স্বরাষ্ট্রমন্ত্রীসহ উচ্চ পর্যায়ের সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ভারতের কাপুরুষোচিত হামলায় কোটলি, বাহাওয়ালপুর, মুরিদকে, বাঘ ও মুজাফফরাবাদে তিনজন পাকিস্তানি নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছেন।
পাকিস্তান ইতোমধ্যেই পাল্টা প্রতিরোধ শুরু করেছে এবং দেশের আকাশসীমা সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে বলে জানিয়েছেন সামরিক মুখপাত্র। প্রাথমিকভাবে পাকিস্তানের বিমান বাহিনী দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলেও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভি নিউজ জানিয়েছে।
সূত্র : জিয়ো নিউজ