পাকিস্তানে ভারতের সাম্প্রতিক হামলাকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, “ভারত-পাকিস্তানের মধ্যে যেসব হামলা ঘটেছে, সেগুলো সত্যিই খুবই ”লজ্জাজনক।”
তিনি আরও বলেন, “আমরা ওভাল অফিসে ঢোকার সময় এই ঘটনার ব্যাপারে শুনেছি মাত্র। আমি আশা করি, এই লড়াই খুব দ্রুত শেষ হবে।”
ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন ভারত মধ্যরাতে পাকিস্তানের কোটলি, বাহাওয়ালপুর, মুরিদকে, বাঘ ও মুজাফফরাবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে ইসলামাবাদ। এতে তিনজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। জবাবে পাকিস্তান দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলেও জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।