ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি তার নির্ধারিত ইউরোপ সফর বাতিল করেছেন। চলতি মাসে তার জার্মানি এবং অন্য কয়েকটি ইউরোপীয় দেশ সফরের কথা থাকলেও হঠাৎ করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আজ বুধবার (৭ মে) এক প্রতিবেদনে সরকারি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি বলে, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে নরেন্দ্র মোদির তিন দেশের ইউরোপ সফর বাতিল করা হয়েছে।
তবে, সরকারিভাবে এই সফর নতুন করে কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি।











