বৃহস্পতিবার, মে ৮, ২০২৫

ভারত-পাকিস্তান সংঘাতে উদ্বিগ্ন আফগানিস্তান; কূটনীতির পথে সমাধানের আহ্বান

spot_imgspot_img

পাকিস্তান ও ভারতের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। দেশটি বলেছে, এই উত্তেজনা পুরো অঞ্চলের জন্য ক্ষতিকর এবং একে আরও বাড়ানো অনুচিত।

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, “ইমারাতে ইসলামিয়া মনে করে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা এই অঞ্চলের সকল দেশের কল্যাণের জন্য অপরিহার্য। বর্তমান সংঘাত পরিস্থিতি এই লক্ষ্যের পরিপন্থী।”

বিবৃতিতে পাকিস্তান ও ভারত উভয়কেই সংযম প্রদর্শন, কূটনৈতিক মাধ্যম, সংলাপ ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে সমাধানে পৌঁছানোর আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, কাশ্মীরের পাহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার পর ভারত মধ্যরাতে পাকিস্তানের ভেতরে ব্যালিস্টিক মিসাইল ও যুদ্ধবিমান ব্যবহার করে নয়টি স্থানে হামলা চালায়। এতে বেশ কয়েকজন পাকিস্তানি নাগরিক নিহত ও আহত হন। জবাবে পাকিস্তান তিনটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দাবি করে।

আফগানিস্তানের এই বার্তা এমন সময় এলো, যখন দক্ষিণ এশিয়ায় যুদ্ধের শঙ্কা ঘনীভূত হচ্ছে এবং আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

সূত্র : হুরাইয়াত রেডিও

সর্বশেষ

spot_img
spot_img
spot_img