মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগ নেতা কামরানকে এয়ার এ্যাম্বুলেন্সে নেয়া হল সিএমএইচে

spot_imgspot_img

করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানকে হেলিকপ্টারযোগে ঢাকায় নেয়া হয়েছে। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হবে।

রোববার (৭ জুন) রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কামরানকে সিলেট থেকে ঢাকায় নিয়ে আসে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার। তাকে বহনকারী হেলিকপ্টারটি রাত ৭টা ৪৫ মিনিটে ঢাকায় অবতরণ করে।

রোববার করোনায় আক্রান্ত কামরানের শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায়। এর পরপরই তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়ে।

কামরানের শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়।

কামরানের স্ত্রীও করোনায় আক্রান্ত। তিনি বাসায় আইসোলেশনে আছেন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img