মিয়ানমারে জান্তা সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের ঘোষণা দিয়েছে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি)। এনইউজির প্রেসিডেন্ট দুয়া লাশি লা বলেন, দেশের প্রতিটি কোণা থেকে সব নাগরিককে সামরিক সন্ত্রাসীদের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে। জনগণের জীবন ও সম্পদ রক্ষার দায়িত্ব নিয়ে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট সেনাবাহিনীর বিরুদ্ধে মানুষের প্রতিরক্ষামূলক যুদ্ধ ঘোষণা করছে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, যেহেতু এটি একটি গণবিল্পব, তাই মিয়ানমারের সব নাগরিককে দেশের প্রতিটি প্রান্তে মিং অং হ্লাইংয়ের নেতৃত্বাধীন সামরিক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে।
তিনি দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনে জাতিগোষ্ঠীগুলোকে সেনাবাহিনীর অবস্থানে অবিলম্বে হামলা চালানোর আহ্বান জানান।
মিয়ানমারে গত নভেম্বরের নির্বাচনে কারচুপির অভিযোগ তোলে সেনাবাহিনী। তারপর তারা পার্লামেন্টের প্রথম অধিবেশন শুরুর কয়েক ঘণ্টা আগে ১ ফেব্রুয়ারি ভোরে সামরিক অভ্যুত্থান করে। এই অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা ক্ষমতাচ্যুত করে সু চির নির্বাচিত সরকারকে। এরপর ক্ষমতার নিয়ন্ত্রণ নেন দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল মিন অং হ্লাইং। একই সঙ্গে তারা সু চিসহ শীর্ষ নেতাদের আটক করে। এক বছরের জন্য দেশটিতে জরুরি অবস্থা জারি করে সেনা কর্তৃপক্ষ। আর এ জান্তা সরকারের বিরুদ্ধেই বিদ্রোহের ডাক দিলেন এনইউজির প্রেসিডেন্ট।