বুধবার | ১৬ জুলাই | ২০২৫

জামায়াতে ইসলামীর সেক্রেটারিসহ ৯ শীর্ষ নেতার ৪ দিন করে রিমান্ড

spot_imgspot_img

সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারসহ দলের ৯ শীর্ষ নেতার চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) আদালতে হাজির করা হলে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার তাদের প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন ভাটারা থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম।

এর আগে সোমবার সন্ধ্যার পুলিশের একটি দল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলটির শীর্ষ নয় নেতাকে গ্রেফতার করে।

এরপর তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয় ভাটারা থানায়।

গ্রেফতার অন্যদের মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ, দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আবদুর রব, অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, ছাত্রশিবিরের সাবেক দুই কেন্দ্রীয় সভাপতি মোবারক হোসাইন ও ইয়াসিন আরাফাত।

গ্রেফতারের বিষয়ে ঢাকার পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, গোপন বৈঠক করার সময় তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছে যেসব আলামত পাওয়া গেছে, সেগুলো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img