শুক্রবার, জুন ১৩, ২০২৫

হাইকোর্টে বিএনপির ৪৩৮ নেতাকর্মীর আগাম জামিন

spot_imgspot_img

পুলিশের কাজে বাধা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে দেশের বিভিন্ন জেলায় দায়ের হওয়া মামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৪৩৮ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মুহাম্মাদ বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এবং বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মুহাম্মাদ আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ঢাকা, নারায়ণগঞ্জ, জামালপুর, মেহেরপুর, গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, বগুড়া, পাবনা, বরিশাল ও নেত্রকোনা জেলায় দায়ের হওয়া আলাদা মামলায় তাদের ৬ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন। ৬ সপ্তাহ পর তাদেরকে স্ব স্ব দায়রা আদালতে আত্মসমর্পন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিএনপি নেতাকর্মীদের শুনানি করেন করেন ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মোহাম্মদ কামাল হোসেন, অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম, অ্যাডভোকেট সগীর হেসেন লিওন, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান ও ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকীসহ আরও অনেকে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img