মঙ্গলবার, জুন ১৭, ২০২৫

ঢাকায় সম্মেলন শেষে ফেরার পথে ছাত্রলীগের দুই বাসে ককটেল বিস্ফোরণ; আহত ৬

spot_imgspot_img

ঢাকায় কেন্দ্রীয় সম্মেলন শেষে ফেরার পথে ঝালকাঠিতে ছাত্রলীগের দু’টি বাসে ককটেল বিস্ফোরণে ছাত্রলীগের ছয় নেতাকর্মী আহত হয়েছে ।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত ৯টায় বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির কৃষ্ণকাঠি টেম্পুস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ মধু অভিযোগ করে বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন শেষ করে দুটি বাসে আমরা ঝালকাঠি ফিরছিলাম। পথে ব্র্যাকমোড় ব্রিজের ওপর এলে বাস দু’টিকে লক্ষ্য করে পাঁচটি ককটেল নিক্ষেপ করা হয়। এতে ছয় নেতাকর্মী আহত হন। আহতদের ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

তিনি আরও বলেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ওরা দেশব্যাপী অরাজকতা শুরু করেছে। আমাদের হত্যার উদ্দেশে বাসে ককটেল মেরেছে। আমরা আইনি ব্যবস্থা নেবো।

ঘটনার পরপরই হামলার প্রতিবাদে মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিনবলেন, ছাত্রলীগের বাসে ককটেল জাতীয় বিস্ফোরক নিক্ষেপ করা হয়েছে। আমরা বেশ কিছু আলামত জব্দ করেছি। পরীক্ষা-নিরীক্ষার পরে বোঝা যাবে আসলে কোন জাতীয় বিস্ফোরক নিক্ষেপ করা হয়েছিল। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঝালকাঠি পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, আইনি ব্যবস্থা নিয়ে অপরাধীদের গ্রেফতারের অভিযান চালানো হবে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img