ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মাওলানা মুহাম্মাদ ইয়াকুব মুজাহিদ ও মার্কিন যুক্তরাষ্ট্রের আফগান বিষয়ক বিশেষ দূত থমাস ওয়েস্টের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (৬ ডিসেম্বর) আবুধাবিতে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়েছে, এই বৈঠকে উভয় পক্ষই আফগানিস্তানের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছে।
বৈঠকে মাওলানা ইয়াকুব মুজাহিদ মার্কিন যুক্তরাষ্ট্রকে এ বিষয়ে আশ্বস্ত করেছে যে, আফগানিস্তান ও এর সীমান্ত সুরক্ষিত। আফগান মাটি কোনো দেশের বিরুদ্ধে হুমকিস্বরূপ নয়।
মাওলানা ইয়াকুব জোর দিয়ে বলেন, বিশ্বের উচিত আফগানিস্তানের সার্বভৌমত্বকে সম্মান করা ।
যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত আফগান ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠক করেন।
সূত্র: টোলো নিউজ