সুন্নি মুসলমানদের নেতা আবু মোহাম্মদ আল-জাওলানি বলেছেন, এই অভিযানের লক্ষ্য হলো প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারকে উৎখাত করা।
শুক্রবার (৬ ডিসেম্বর) সিএনএন প্রকাশিত এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
আবু মোহাম্মদ আল-জাওলানি বলেন, বিপ্লবের লক্ষ্য এই শাসনের উৎখাত। সেই লক্ষ্য অর্জনের জন্য সকল উপায় ব্যবহার করা আমাদের অধিকার।











