হবিগঞ্জের নবীগঞ্জে অভিযোগকারীদের কুপিয়ে হত্যাচেষ্টাকারী আলোচিত ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই শাহজাহানের নেতৃত্বে একদল পুলিশ তার বাড়িতে অভিযান চালায়।
এসময় দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পুলিশ জানায়, কাকুরা গ্রামের মাণিক মিয়ার ছেলে ইউপি সদস্যকে ফজলু মিয়ার নানা দুর্নীতির বিরুদ্ধে প্রতিকার চেয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছিলেন এলাকার কয়েকজন। এতে ক্ষিপ্ত হয়ে ফজলু ও তার লোকজন অভিযোগকারী আব্দুল লতিফ ও সাদ্দাম মিয়াকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় সাদ্দামের বাবা সাদিক মিয়া বাদী হয়ে গত ২৩ ডিসেম্বর নবীগঞ্জ থানায় ফজলু মিয়াসহ সাতজনকে আসামি করে মামলা দায়ের করেন। তার বিরুদ্ধে আরও চারটি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
গ্রেফতারকৃত ইউপি সদস্য ফজলু মিয়ার বিরুদ্ধে নিরীহ মানুষকে অত্যাচার-নির্যাতন, সরকারের বরাদ্দকৃত প্রকল্প-প্রণোদনা আত্মসাতসহ সরকারি ভূমি দখলের অভিযোগ রয়েছে। তার বিভিন্ন নজিরবিহীন অপকর্মের প্রতিবাদে ৫ গ্রামের মানুষ প্রতিকার চেয়ে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ দুদকে লিখিত অভিযোগ দায়ের করেন।
এলাকাবাসী অভিযোগ করেন, কাকুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী নরখাই নদীর উপর ব্রিজ নির্মাণের বরাদ্দ আসলে মেম্বার ফজলু মিয়া ক্ষমতার অপব্যবহার করে তার নিজ বাড়ির পাশে একটি বাড়ির জন্য ব্রিজ স্থাপন করেছেন। চারটি গ্রামের কয়েক হাজার মানুষের অধিকার বঞ্চিত করে নির্মিত এ ব্রিজে দুই অর্থ বছরে ৭ লাখ টাকা এলজিএসপি-৩ থেকে উত্তোলন করে আত্মসাত করেন। অভিযুক্ত ফজলু মেম্বার প্রায় ৮ থেকে ৯ একর সরকারি জায়গা দখল করে মৎস্য খামার তৈরি করেছেন।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বলেন, আমরা অভিযোগ পেয়ে সহকারী কমিশনারকে (ভূমি) সরেজমিন তদন্ত করতে দিয়েছি। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সঠিক ও নিরপেক্ষ তদন্তের ব্যাপারে উপজেলা প্রশাসন দায়বদ্ধ।