বৃহস্পতিবার | ২৯ জানুয়ারি | ২০২৬
spot_img

ছত্তিশগড়ে মুসলিমদের বয়কট করার শপথ গ্রহণ করল উগ্র হিন্দুত্ববাদীরা

ভারতের ছত্তিশগড়ের সুরগুজায় উগ্র হিন্দুত্ববাদীদের একটি গোষ্ঠী মুসলিমদের বয়কট করার শপথ গ্রহণ করেছে।

শুক্রবার (৭ জানুয়ারি) হিন্দি গণমাধ্যম ‘ডেইলি সিয়াসাত’ সূত্রের বরাতে পার্সটুডের খবরে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে, হিন্দুত্ববাদীদের একটি বড় গোষ্ঠীকে মুসলিমদের কাছ থেকে কেনাকাটা করতে অস্বীকার এবং তাদের বয়কটের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে দেখা গেছে।

ভিডিওতে হিন্দুত্ববাদীরা বলছে, আজ থেকে আমরা হিন্দুরা কোনো মুসলিমের কাছে আমাদের জমি বিক্রি বা ইজারা দেবো না। আমরা যদি আমাদের জমি মুসলিমদের লিজ দিয়ে থাকি, আমরা তা অবিলম্বে ফিরিয়ে নেবো। আজ থেকে আমরা মুসলিমদের কাছে শ্রমিকের এবং অন্য কাজের জন্য যাব না। গ্রামে বা আমাদের এলাকায় যে ফেরিওয়ালা আসে আমরা প্রথমে তার ধর্ম যাচাই করব, সে যদি হিন্দু হিসাবে শনাক্ত হয় তবে কেনাকাটা করব, অন্যথায় নয়।

সম্প্রতি উগ্র হিন্দুত্ববাদী নেতা এবং মুখপাত্র ইয়েতি নরসিংহানন্দের নেতৃত্বে হরিদ্বারে তিন দিনের বিদ্বেষমূলক সমাবেশের পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি পাবলিক ইভেন্টে মুসলিমবিরোধী সন্ত্রাসী বক্তব্যের কয়েকটি ঘটনার মধ্যে এটি আরও একটি ঘটনা।

অন্যদিকে, উগ্র হিন্দুত্ববাদী নেতাদের পক্ষ থেকে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ উসকে দেওয়া, সংখ্যালঘুদের বয়কট করার প্রতিশ্রুতি সম্বলিত সাম্প্রতিক ঘটনায়, উত্তর প্রদেশের সোনভদ্র জেলার স্কুল শিশুদের ভারতকে একটি ‘হিন্দু রাষ্ট্র’ করার অঙ্গীকার করানোর খবর প্রকাশ্যে এসেছে।

ওই বিষয়ে হিন্দি গণমাধ্যম ‘ডেইলি নিউজ’ জানিয়েছে, স্কুলের পোশাক পরা কোমলমতি শিশুরা স্কুলের সময় শেষে পার্কে জড়ো হয়েছিল। কিছু শিশু যারা তাদের বাবা-মায়ের সাথে পার্কে এসেছিল তারাও শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়েছিল। ছাত্রদের ভারতকে ‘হিন্দু রাষ্ট্র’ হিসেবে গড়ে তোলার জন্য তাদের সংকল্প পুনর্ব্যক্ত করতে বলা হয়েছিল। ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার জন্য প্রয়োজনে লড়াই, মরো এবং হত্যার শপথ নেওয়া হয়েছিল।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ