শুক্রবার | ৩১ অক্টোবর | ২০২৫

‘জয় শ্রী রামে’র জবাবে ‘আল্লাহু আকবার’ শ্লোগান দিয়ে প্রশংসিত মুসলিম শিক্ষার্থী

ভারতের বিজেপিশাসিত কর্ণাটকের একটি কলেজে হিজাব পরিহিতা মুসলিম ছাত্রীকে দেখে হিন্দুত্ববাদী যুবকরা ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়ে উত্যক্ত করার সময় ছাত্রীটি ‘আল্লাহু আকবর’ শ্লোগান দিয়ে পাল্টা জবাব দিয়েছেন। এ ঘটনায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন ওই মুসলিম শিক্ষার্থী।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে।

জানা যায়, হিজাব পরা এক তরুণী তার স্কুটার রেখে কলেজ ভবনের দিকে এগোতেই ‘গেরুয়া চাদর’ পরা প্রচুর সংখ্যক হিন্দুত্ববাদী যুবক ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে দিতে তার দিকে ধেয়ে যায়। এ সময়ে মুসলিম ছাত্রীটিকেও ঘুরে দাঁড়িয়ে ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করতে দেখা যায়।

এরপরে তিনি কলেজ ভবনের দিকে এগোলে ওই ‘গেরুয়া চাদর’ পরা হিন্দুত্ববাদী যুবকরা তাকে অনুসরণ করতে থাকে। ওই ছাত্রীকে এরপরে ক্যামেরার সামনে চিৎকার করে এই বিষয়ে অভিযোগ জানাতে দেখা যায়। কলেজ কর্তৃপক্ষের লোকজন ওই স্লোগান দেওয়া যুবকদের থামিয়ে দিয়ে, ওই ছাত্রীকে কলেজে যেতে বলেন।

এদিকে মুসলিম ছাত্রীদের হিজাব পরা নিয়ে তীব্র উত্তেজনার জেরে রাজ্যটির সব স্কুল এবং কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাজ্যের মুখ্যমন্ত্রী বাসাভরাজ এস বোম্মাই আগামী তিনদিনের জন্য সব স্কুল-কলেজ বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।

মুখ্যমন্ত্রী বাসাভরাজ এস বোম্মাই বলেন, তিনি শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সব উচ্চ বিদ্যালয় ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

রাজ্যেটির উদুপি জেলার একটি প্রাক-বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্রী হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন তুলে আদালতে পিটিশন দায়ের করেছে। মঙ্গলবার সেই বিষয়ে কর্ণাটকের হাইকোর্টে শুনানি শুরু হয়েছে।

হিজাব পরা নিয়ে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মুসলিম ও হিন্দু ছাত্র-ছাত্রীরা মুখোমুখি অবস্থান নিয়েছে। উত্তেজনাকর এই পরিস্থিতিতে আদালতের শুনানি আগামীকালও অনুষ্ঠিত হবে। রাজ্যের শিক্ষার্থী এবং জনগণকে শান্তি বজায় রাখার আহ্বান জানায় কর্ণাটকের আদালত।

গত মাসে উদুপি জেলার সরকারি বালিকা পিইউ কলেজে ছয়জন মুসলিম ছাত্রীকে হিজাব পরার কারণে শ্রেণিকক্ষের বাইরে বসতে বাধ্য করা হয়। সেই সময় কলেজ প্রশাসন বলে, ইউনিফর্মের অংশ নয় হিজাব এবং ওই ছাত্রীরা কলেজের নিয়ম লঙ্ঘন করেছে। ছাত্রীদের ক্লাসে হিজাব পরার বিষয়ে আপত্তি জানায় স্থানীয় ডানপন্থী বিভিন্ন গোষ্ঠী।

পরে এই রাজ্যের অন্যান্য এলাকাতেও হিজাব পরার বিরুদ্ধে গেরুয়া ওড়না পরে অনেক শিক্ষার্থী অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে। তারা কলেজে হিজাব নিষিদ্ধের দাবি তোলে এবং হিজাববিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দেয়।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img