শুক্রবার, মে ৯, ২০২৫

হামজা নিজের প্রাসাদে আমার তদারকিতে আছে: জর্দানের বাদশাহ আবদুল্লাহ

spot_imgspot_img

সৎ ভাই ও সাবেক যুবরাজ শাহজাদা হামজা বিন হুসেইনকে তিনি নিজের তদারকিতেই রেখেছেন বলে জানিয়েছেন জর্দানের বাদশাহ আবদুল্লাহ বিন হুসেইন।

তিনি বলেন, হামজা বর্তমানে নিজের পরিবারের সাথে তার প্রাসাদে আমার তদারকিতে আছে।

বুধবার (৭ এপ্রিল) রাতে এক বক্তব্যে তিনি এই তথ্য জানান।

এর আগে শনিবার বাদশাহ আবদুল্লাহকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের অভিযোগে শাহজাদা হামজাকে গৃহবন্দী করা হয় এবং রাজপরিবারের এক সদস্যসহ অন্তত ২০ জনকে আটক করা হয়। পরে সোমবার বাদশাহর প্রতি আনুগত্য জানিয়ে সাবেক যুবরাজ এক বিবৃতিতে স্বাক্ষর করেন।

বাদশাহ আবদুল্লাহ বলেন, গত কয়েক দিনের চ্যালেঞ্জ শুধু আমাদের জাতির স্থিতিশীলতার জন্যই সবচেয়ে কঠিন বা বিপজ্জনক দিন ছিল না বরং আমার জন্যও ছিল বেদনাদায়ক। আমাদের একক ঘরের ভেতর-বাহির থেকে রাজদ্রোহ করা হয়েছে।

বাদশাহ আবদুল্লাহ বলেন, শাহজাদা হামজা পরিবারের সামনে শপথ করেছে পূর্বপুরুষের পথে চলার, তাদের লক্ষ্যের প্রতি অনুগত থাকার এবং জর্দানের স্বার্থ, সংবিধান ও আইনকে সবকিছুর ওপরে রাখার।

তিনি জানান, রাজদ্রোহের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং জর্দানের নিরাপত্তা ও অস্থিতিশীলতা অক্ষুণ্ণ রয়েছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img