রবিবার | ২ নভেম্বর | ২০২৫

নিউইয়র্ক পুলিশের সার্জেন্ট হলেন বাংলাদেশের মারুফ

আমেরিকার নিউইয়র্ক সিটি পুলিশ (এনওয়াইপিডি) বিভাগে সার্জেন্ট হিসেবে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি মারুফ উদ্দিন। সম্প্রতি পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের তালিকায় থাকা পাঁচ বাংলাদেশির মধ্যে তিনিও সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন।

শুক্রবার (২৭ জুন) সকালে নিউইয়র্ক পুলিশ হেডকোয়ার্টারে জমকালো অনুষ্ঠানে মারুফ উদ্দিনসহ পদোন্নতিপ্রাপ্ত সকলের হাতে পদোন্নতির সার্টিফিকেট তুলে দেন এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ।

পদোন্নতি পাওয়া মারুফ উদ্দিনের বাড়ি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার অন্তর্গত কুড়ারবাজার ইউনিয়নের দেউলগ্রাম পূর্বমহল্লায়। তিনি ওই এলাকার আমেরিকা প্রবাসী ছমির উদ্দিন ও ছয়দুন নেহার দম্পতির ছেলে। বাংলাদেশি বংশোদ্ভূত মারুফ উদ্দিনের জন্ম ও পড়াশোনা আমেরিকাতেই। চার ভাই-বোনের মধ্যে মারুফ দ্বিতীয়।

মারুফ উদ্দিনের চাচা শামীম আহমদ বলেন, নিউইয়র্ক সিটি পুলিশ (এনওয়াইপিডি) বিভাগে সার্জেন্ট হিসেবে পদোন্নতি পেয়ে মারুফ উদ্দিন দেশ তথা নিউইয়র্কের বাঙালি কমিউনিটিতে বাংলাদেশিদের মুখ উজ্জ্বল করেছেন। তার এ অর্জনে আমরা গৌরবান্বিত। পেশাগত দক্ষতা দিয়ে তিনি তার কাজে সফলতার স্বাক্ষর রাখবেন বলে প্রত্যাশা করছি।

পদোন্নতিপ্রাপ্ত পাঁচ বাংলাদেশির মধ্যে সার্জেন্ট পদে মোশারফ ভূঁইয়া ও মারুফ উদ্দিন এবং এমডি এস হোসেন, মোহাম্মদ ই তানিম এবং মোহাম্মদ ইসলাম ট্রাফিক পুলিশে বিভিন্ন পদে পদোন্নতি পেয়েছেন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img