মঙ্গলবার | ৮ জুলাই | ২০২৫

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার আহ্বান নেতানিয়াহুর

spot_imgspot_img

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার আহ্বান জানিয়েছেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজ্জা উপত্যকায় চলমান গণহত্যা ও অবরোধের মধ্যেই এই আহ্বান জানালেন তিনি।

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানার মুখে থাকা নেতানিয়াহু সোমবার (৭ জুলাই) হোয়াইট হাউজে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এই ঘোষণা দেন এবং ট্রাম্পকে নোবেল কমিটিতে পাঠানো একটি মনোনয়ন চিঠি হস্তান্তর করেন।

ট্রাম্পের সঙ্গে বৈঠকে তিনি দাবি করেন, “আমি শুধু ইসরাইলিদের নয়, ইহুদি সম্প্রদায় এবং বিশ্বজুড়ে আপনার অগণিত ভক্তদের পক্ষ থেকে আপনার নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা জানাতে চাই। ন্যায়ের পক্ষে, শান্তি ও নিরাপত্তার জন্য আপনার এই নেতৃত্ব, যা আপনি বিশ্বের বহু জায়গায় দিচ্ছেন—বিশেষত এখন মধ্যপ্রাচ্যে।”

সর্বশেষ

spot_img
spot_img
spot_img