বুধবার | ৯ জুলাই | ২০২৫

ইসরাইলী প্রেসিডেন্টের সাক্ষাতে গিয়ে বরখাস্ত নেদারল্যান্ডসের এক ইমাম

spot_imgspot_img

ইসরাইলী প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করতে গাজ্জায় গণহত্যা চালিয়ে যাওয়া ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলে সফরে গিয়ে বরখাস্ত হয়েছেন নেদারল্যান্ডসের এক ইমাম।

মঙ্গলবার (৮ জুলাই) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ইসরাইলী প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের সাথে সাক্ষাত করতে গাজ্জায় গণহত্যা চালিয়ে যাওয়া ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলে সফরে গিয়ে বরখাস্ত হয়েছেন উত্তর নেদারল্যান্ডসের বিলাল মসজিদের ইমাম, ইউসুফ মিসবাহ। ইউরোপের ১৫ সদস্যের একটি মুসলিম প্রতিনিধি দলের সঙ্গে তিনি ইসরাইলী প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করতে জেরুসালেম গিয়েছিলেন।

মসজিদ কর্তৃপক্ষ আজ এক বিবৃতিতে তাকে বরখাস্তের ঘোষণা দেয়। ইউসুফ মিসবাহর সাথে এখন থেকে তাদের আর কোনো সম্পর্ক নেই বলেও জানায়। তার এমন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, অবৈধ রাষ্ট্রটির প্রেসিডেন্টের সাথে সাক্ষাতকালে ডাচ ইমাম মিসবাহ ইসরাইলী জাতীয় সংগীতের আরবি ভাষ্যও গেয়ে শুনান। অবৈধ রাষ্ট্রটির পার্লামেন্ট, পবিত্র কুদস নগরীর প্রাচীন অংশের খ্রিস্টান গির্জা ও মুসলিমদের ৩য় পবিত্রতম মসজিদ বাইতুল মুকাদ্দাস বা মসজিদে আকসা পরিদর্শন করেন।

সপ্তাহের শেষের দিকে এই প্রতিনিধি দলটি ইসরাইলের ইয়াদ ভাশেম হোলোকাস্ট স্মৃতি কেন্দ্র, তেল আবিবে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতের স্থান পরিদর্শন ও ইসরাইলী সেনাবাহিনীর আরবি মুখপাত্র আভিচাই আদরিকের সাথে বৈঠকের কথা রয়েছে।

অবরুদ্ধ গাজ্জায় বন্দী ইহুদিবাদী বেদুঈন পরিবারের সদস্যদের সাথে ও দখলকৃত সিরিয়ার গোলান হাইটসে হিজবুল্লাহর সন্দেহভাজন রকেট হামলায় নিহত সিরিয়ান দ্রুজদের পরিবারের সাথে দেখা করারও কথা রয়েছে তাদের।

সংবাদমাধ্যমের তথ্যমতে, ইউরোপীয় মুসলিম প্রতিনিধি দলটির এই সফরের ব্যবস্থা করেছিলো ইউরোপ-ইসরাইল ভিত্তিক এনজিও সংস্থা ইএলনেট বা ইউরোপিয়ান লিডারশীপ নেটওয়ার্ক। এই এনজিও সংস্থাটি ইউরোপের সাথে ইসরাইলের সম্পর্ক শক্তিশালী করতে কাজ করে থাকে।

১৫ সদস্যের ইউরোপীয় মুসলিম প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন ফ্রান্সের বিতর্কিত ইমাম হাসান শালগুমী। ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও যুক্তরাজ্যের মসজিদ কেন্দ্রিক মুসলিম ব্যক্তিত্বদের নিয়ে এই প্রতিনিধি দলটি গঠন করা হয়েছিলো।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img