শনিবার | ১২ জুলাই | ২০২৫

মুফতীয়ে আযমের ইন্তেকালে জমিয়ত নেতৃবৃন্দের শোক প্রকাশ

spot_imgspot_img

উপমহাদেশের প্রখ্যাত মুফতী, হাটহাজারী মাদরাসার মজলিসে এদারির প্রধান ও সদ্য নিযুক্ত মহাপরিচালক, মুফতীয়ে আজম আব্দুস সালাম চাটগামীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ।

বুধবার (৮ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করেন জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা শাইখ জিয়া উদ্দিন, সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মুফতীয়ে আযম আব্দুস সালাম চাটগামী রহ. একজন বিদগ্ধ আলেম হিসেবে দ্বীন ও ইসলামের বহুমুখী খেদমত আঞ্জাম দিয়েছেন। এমন একজন উচুঁ মাপের আলেমে দ্বীনকে হারিয়ে ধর্মপ্রাণ মুসলমানেরা বিশেষত কওমী অঙ্গন শোকে মুহ্যমান।

নেতৃবৃন্দ মরহুম মুফতী আব্দুস সালাম চাটগামীর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং মহান আল্লাহর দরবারে মরহুমের মাগফেরাত ও দরজা বুলন্দী কামনা করেন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img