রবিবার | ২১ সেপ্টেম্বর | ২০২৫

মুফতীয়ে আযমের ইন্তেকালে মাওলানা সালাহউদ্দীন জাহাঙ্গীরের গভীর শোক

উপমহাদেশের প্রখ্যাত মুফতী, দারুল উলমু মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার পরিচালনা বোর্ডের প্রধান ও সদ্য নিযুক্ত মহাপরিচালক, মুফতীয়ে আজম আব্দুস সালাম চাটগামীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিশিষ্ট মিডিয়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, দেশের ইসলামী ঘরানার প্রথম অনলাইন পত্রিকা ইনসাফ এর উপদেষ্টা সম্পাদক মাওলানা সালাহউদ্দীন জাহাঙ্গীর।

বুধবার (৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

মাওলানা সালাহউদ্দীন জাহাঙ্গীর বলেন, মুফতীয়ে আযম আব্দুস সালাম চাটগামী রহ. ছিলেন ইলেমের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি ইসলামী আইনশাস্ত্রবিদ ও বিজ্ঞ আলেমেদ্বীন ছিলেন। ইসলামী শিক্ষার প্রচার প্রসার ও আদর্শ ন্যায়নিষ্ঠ আলেম তৈরিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে দেশ একজন বিজ্ঞ আলেম ও আইনশাস্ত্রবিদকে হারালো। যা পূরণ হবার নয়।

তিনি বলেন, অভিভাবক শূন্যতার এই সময়ে তার মতো একজন অভিভাবককে হারিয়ে দেশের আলেম-ওলামা ও তৌহিদী জনতার মাঝে এক বিরাট শুন্যতার সৃস্টি হয়েছে। তার জায়গা কখনো পূরণ হওয়ার নয়। তিনি দীর্ঘদিন যাবৎ হাটহাজারী মাদরাসায় অত্যন্ত সুনামের সাথে ইসলামী আইন শাস্ত্র ও ইলমে দ্বীনের খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। ইসলামী তালিম তরবিয়তের অঙ্গনে তার দ্বীনের খেদমত জাতির কাছে চির স্মরণীয় হয়ে থাকবে।

মাওলানা সালাহউদ্দিন জাহাঙ্গীর বলেন, আমি মরহুমের শোরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ তা’আলা তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। আমীন।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img