রবিবার | ২১ সেপ্টেম্বর | ২০২৫

মুফতীয়ে আযম এর ইন্তেকালে ছাত্র জমিয়তের শোক প্রকাশ

উপমহাদেশের প্রখ্যাত মুফতী, দারুল উলমু মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার পরিচালনা বোর্ডের প্রধান ও সদ্য নিযুক্ত মহাপরিচালক, মুফতীয়ে আযম আব্দুস সালাম চাটগামীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ছাত্র জমিয়ত বাংলাদেশ।

বুধবার (০৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি এখলাসুর রহমান রিয়াদ সংগঠনের পক্ষে এ শোক জানানো হয়।

শোক বার্তায় ছাত্র জমিয়ত সভাপতি বলেন, মুফতীয়ে আযম আব্দুস সালাম চাটগামী (রাহ.) একজন দুনিয়া বিমুখ ও অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ ছিলেন। তার মৃত্যুতে মুসলিম উম্মাহ’র যে শূণ্যতা তৈরী হয়েছে তা পূরণ হবার নয়। নিঃসন্দেহে তিনি একজন কামেল বুজুর্গ ছিলেন। ইসলামী ফিকাহ, তালিম তরবিয়তের অঙ্গনে তাঁর খেদমত জাতির কাছে চির স্মরণীয় হয়ে থাকবে।

আমরা হজরতের সকল অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাঁর রেখে যাওয়া অগণিত ছাত্র, ভক্ত, মুরীদ, শুভানুধ্যায়ী এবং শোকসন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ তায়ালা হযরতকে জান্নাতের উঁচু মাকাম দান করুন।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img