রাষ্ট্রীয় দখলদারিত্ব ও নিপীড়নের শিকার জম্মু-কাশ্মীরে ব্যাপক তল্লাশী শুরু করেছে ভারত।
সোমবার (৮ আগস্ট) দেশটির জাতীয় তদন্ত সংস্থা এনআইএ এই তল্লাশী অভিযান শুরু করে।
উগ্র হিন্দুত্ববাদী মোদি সরকারের নেতৃত্বাধীন সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, দেশবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী মামলার তদন্তের অংশ হিসেবে তারা জম্মু-কাশ্মীর সহ ৫টি রাজ্যে তল্লাশী অভিযান শুরু করেছেন।
সংস্থাটির পক্ষ থেকে আরো জানানো হয়, সন্ত্রাসী নেটওয়ার্ক ও সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত সন্দেহভাজনদের খুঁজে বের করাই তাদের এই অভিযানের প্রধান লক্ষ্য। এজন্য তারা প্রতিটি বাড়িতে বাড়িতে তল্লাশী চালাচ্ছেন।
কোনো নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এধরণের বড় অভিযান শুরু করা হয়েছে কি না কর্মকর্তারা এখনো তা স্পষ্ট করেননি। তবে বলেছেন যে, তদন্ত এগিয়ে যাওয়ার সাথে সাথে আরও তথ্য প্রকাশ করা হবে।
উল্লেখ্য, কঠোর নজরদারি সত্ত্বেও দখলকৃত জম্মু-কাশ্মীরে হিন্দুত্ববাদী প্রশাসন কর্তৃক ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ন্যায় মুসলিমদের বাড়িতে বাড়িতে যখন-তখন তল্লাশী একটি সাধারণ বিষয়। এসব তল্লাশীতে কাশ্মীরী কিশোর ও তরুণদের তুলে নিয়ে যাওয়া হয়। নারীদের হেনস্তা করা হয়। জিনিসপত্র ভাঙচুর ও গুরুত্বপূর্ণ দলিল-দস্তাবেজ নষ্ট করা হয়। প্রতিবারের তল্লাশীতে এক থেকে দু’জন কাশ্মীরীকে মেরে ফেলার ঘটনাও ঘটে থাকে।
সূত্র: মুসলিম মিরর









