নেপালে দুর্নীতি এবং সোশ্যাল মিডিয়ায় সরকারি বিধিনিষেধের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ শুরু হওয়ার পর উত্তর প্রদেশের ভারত-নেপাল আন্তর্জাতিক সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।
সোমবার (৮ সেপ্টেম্বর) উত্তর প্রদেশের দেবীপাটন অঞ্চলের পুলিশ মহাপরিদর্শক (আইজি) অমিত পাঠাক জানিয়েছেন, সীমান্তের আশেপাশে যেকোনো প্রতিকূল পরিস্থিতির সম্ভাবনার পরিপ্রেক্ষিতে বিভাগের ৯৮.৫ কিলোমিটার বাহরাইচ, ৫১ কিলোমিটার শ্রাবস্তী এবং ৯৪.৫ কিলোমিটার বলরামপুর জেলার মোট ২৪৩টি উন্মুক্ত সীমান্তের চারপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
তিনি বলেন, নেপাল থেকে অনুপ্রবেশ বন্ধ করতে সশস্ত্র সীমা বল (এসএসবি), সিভিল পুলিশ এবং গোয়েন্দা দলের যৌথ টহলের পাশাপাশি চিরুনি ও তল্লাশি বাড়ানো হয়েছে। তবে বলরামপুর-বাধনি এবং বলরামপুর-কয়লাবাসা সড়কপথ জেলার জনসাধারণের জন্য উন্মুক্ত। এটি নেপাল সীমান্তের সমান্তরালে গ্যাসদি, জারওয়া, লালিয়া, তুলসীপুর এবং হারিয়াসহ পাঁচটি থানা এলাকার মধ্য দিয়ে যায়। আনন্দনগর-বার্নী এবং গোন্ডা-বার্নী রেলপথ অংশগুলো নেপাল সীমান্ত পর্যন্ত চালু রয়েছে।
আইজি পাঠাক বলেন, সীমান্তে যাতায়াতকারী প্রতিটি ব্যক্তিকে পুঙ্খানুপুঙ্খ তদন্তের পরেই আসতে বা যেতে দেওয়া হচ্ছে।
তিনি জানান, রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) এবং সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি) জওয়ানদের সঙ্গে স্থানীয় পুলিশ ট্রেনে সন্দেহজনক যাত্রীদের নিবিড় তল্লাশি চালাচ্ছে।
তিনি আরও বলেন, বোরকা পরা নারীদের পরিচয় যাচাই করার জন্য বিশেষ নারী পুলিশের দল মোতায়েন করা হয়েছে। এছাড়াও, সীমান্ত থেকে ১৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সশস্ত্র সীমা বল (এসএসবি) কর্মীদের মোতায়েন করা হয়েছে।