মঙ্গলবার | ৯ সেপ্টেম্বর | ২০২৫

ভূমিকম্পের পর পাশে দাঁড়ানো দেশগুলোকে ধন্যবাদ জানালো আফগানিস্তান

ভূমিকম্প পরবর্তী সময়ে পাশে দাঁড়ানো দেশগুলোকে ধন্যবাদ জানালো ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।

সোমবার (৮ আগস্ট) বাখতার নিউজের এক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্প পরবর্তী সময়ে সহানুভূতি প্রকাশ ও সহায়তা প্রদানের মাধ্যমে পাশে দাঁড়ানো দেশগুলোকে ধন্যবাদ জানিয়েছে আফগানিস্তানের ইমারাতে ইসলামিয়ার সরকার।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

বিবৃতিতে বলা হয়, ভয়াবহ ভূমিকম্পের ফলে সৃষ্ট মানবিক ও আর্থিক ক্ষয়ক্ষতির প্রতি সমবেদনা জানানো ও সাহায্য-সহযোগিতা প্রদানকারী দেশ, আন্তর্জাতিক ও মানবিক সংস্থাগুলোকে ইমারাত সরকার ধন্যবাদ জানাচ্ছে।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, আফগান জনগণের পাশে দাঁড়ানোয় দাতা দেশ ও সংস্থাগুলোর প্রতি ইমারাত সরকার কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং তাদের মানবিক প্রচেষ্টা এবং সংহতিকে মূল্যবান মনে করে।

সংবাদমাধ্যমের তথ্যমতে, আফগানিস্তানের পূর্বাঞ্চলের কয়েকটি প্রদেশ কয়েকদিন পূর্বে দফায় দফায় ভয়াবহ ভূমিকম্পের শিকার হয়। এতে বেশ কয়েকটি গ্রাম বিধ্বস্ত হয়ে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। দেশটির সরকারও দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকার লোকজনকে সরিয়ে আনার উদ্যোগ নেয়। উদ্ধার তৎপরতায় সর্বশক্তি প্রয়োগ করে।

তুরস্ক, ইতালি, ইন্দোনেশিয়া, জার্মানি, আমেরিকা, অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, আর্মেনিয়া, জর্ডান, আজারবাইজান, পোল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ সহ প্রায় ৪৮টি দেশ জরুরী সাহায্য-সহযোগিতা নিয়ে দেশটির পাশে দাঁড়ায়।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img