আফগানিস্তানের ফল রপ্তানি খাতকে গতিশীল করতে নতুন উদ্যোগ নিয়েছে ইমারাতে ইসলামিয়া। দেশটির শুকনো ও তাজা ফল দ্রুত বিদেশে পৌঁছে দিতে আকাশপথে রপ্তানি ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উদ্দেশ্যে আফাগানিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদর আখুন্দের সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বুধবার (৮ অক্টোবর) মার্বেল প্যালেসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আলোচনা শেষে আরিয়ানা আফগান এয়ারলাইনসের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়, যেন তারা বর্তমানে লাভ ছাড়া কেবল মূল খরচে বিদেশে শুকনো ও তাজা ফল রপ্তানি শুরু করে। পাশাপাশি, ফল রপ্তানির জন্য চার্টার ফ্লাইটের ব্যবস্থা করতে তারা যেন বিভিন্ন এয়ার কার্গো কোম্পানির সঙ্গে আলোচনা করে।
এছাড়া, দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে আরিয়ানা আফগান এয়ারলাইনসের কর্মকর্তাদের দুটি কার্গো বিমান কেনার দায়িত্ব দেওয়া হয়। বৈঠকে জানানো হয়, এই বিমানগুলোর ক্রয়ের জন্য ইমারাতে ইসলামিয়া আফগান সরকার বিশেষ বাজেট বরাদ্দ করবে।
একইসঙ্গে, বাণিজ্য ও বিনিয়োগ চেম্বারের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়, যেন তারা ব্যবসায়ীদের সঙ্গে বসে নতুন একটি এয়ার কার্গো কোম্পানি গঠনের বিষয়ে আলোচনা শুরু করেন।
শেষে, বৈঠকে অংশ নেওয়া বিভিন্ন সংস্থা ও দপ্তরের প্রতিনিধিদের বলা হয়, তারা যেন স্বল্প সময়ের মধ্যেই তাদের অগ্রগতি প্রতিবেদন মোল্লা বারাদারের নিকট জমা দেন।
সূত্র: আরটিএ