শনিবার | ৮ নভেম্বর | ২০২৫

সিরিয়ার প্রেসিডেন্টের নাম ‘সন্ত্রাসী’ তালিকা থেকে বাদ দিল আমেরিকা

সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ শারা আল-জুলানীর নাম ‘সন্ত্রাসী’ নিষেধাজ্ঞার তালিকা থেকে বাদ দিয়েছে আমেরিকা। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠকের আগে এমন সিদ্ধান্ত নিল দেশটি।

স্থানীয় সময় শুক্রবার (৭ নভেম্বর) আল-কায়েদার সহযোগী সংগঠনের নেতা হিসেবে আল-জুলানীর নাম ‘বৈশ্বিক সন্ত্রাসী’ তালিকা থেকে বাদ দেয় মার্কিন অর্থ বিভাগ।

এর আগে বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সিরিয়ার প্রেসিডেন্টের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়।

আহমাদ শারা আল-জুলানীর নেতৃত্বে গত বছর সিরিয়ার স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)। এরপর তিনি সিরিয়ার প্রেসিডেন্ট নিযুক্ত হন।

এদিকে ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটন সফরে যাচ্ছেন আল-জুলানী। এটি হবে আমেরিকার রাজধানীতে কোনো সিরীয় রাষ্ট্রপ্রধানের প্রথম সফর।

সূত্র: আল-জাজিরা

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img