সোমবার | ২২ সেপ্টেম্বর | ২০২৫

সাংবাদিক কনক সারওয়ারের ইউটিউব কনটেন্ট ব্লক করার নির্দেশ

সাংবাদিক কনক সারওয়ারের ইউটিউব চ্যানেলের কনটেন্টকে দেশবিরোধী অ্যাখ্যা দিয়ে তা ব্লক করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও বিটিআরসি’র চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলেছেন আদালত।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক।
কনক সারওয়ার

পরে শাহ মঞ্জুরুল হক গণমাধ্যমকে বলেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব) ড. অলি আহমেদসহ বেশকয়েকজনের বিরুদ্ধে গত ১৭ আগস্ট একটি ইউটিউব চ্যানেলে দেশবিরোধী বক্তব্য প্রকাশিত হয়। সাংবাদিক কনক সারোয়ারের তার নিজস্ব ইউটিউব চ্যানেলের ওই দেশবিরোধী কন্টেন্ট প্রচার করেন। তাই এর বিরুদ্ধে প্রতিকার হিসেবে গত ১৭ নভেম্বর হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। সে রিটের শুনানি নিয়ে আদালত এই আদেশ দিলেন।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img