গণপরিষদ (People’s Assembly) নির্বাচনের তারিখ ঘোষণা করেছে সিরিয়া। আগামী ৫ অক্টোবর নতুন গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত বছরে ৮ ডিসেম্বর সিরিয়ার সাবেক স্বৈরাচার প্রেসিডেন্ট বাসার আল-আসাদের পতনের পর এটিই হবে দেশটির প্রথম পার্লামেন্ট নির্বাচন। খবর আল–জাজিরার।
রোববার (২১ সেপ্টেম্বর) সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, দেশের সব নির্বাচনী এলাকায় একসঙ্গে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মোট ২১০ আসনের মধ্যে এক-তৃতীয়াংশ সরাসরি নিয়োগ দেবেন দেশটির প্রেসিডেন্ট আহমদ শারআ। বাকি আসনগুলো নির্বাচনী কমিশনের তত্ত্বাবধানে স্থানীয় কমিটিগুলোর মাধ্যমে নির্বাচিত হবে। সংসদের দায়িত্ব হবে দীর্ঘদিনের রাষ্ট্রনিয়ন্ত্রিত অর্থনৈতিক নীতি সংস্কারসংক্রান্ত আইন অনুমোদন করা এবং নতুন চুক্তি অনুমোদন করা, যা সিরিয়ার বৈদেশিক নীতি আমূল বদলে দিতে পারে।
এর আগে, সেপ্টেম্বরে ভোটগ্রহণের কথা বলা হয়েছিল। তবে নিরাপত্তা জনিত কারণে ভোট পিছিয়ে দেওয়া হয়।