ইউক্রেনের কাছ থেকে রাশিয়ার দখলকৃত দোনেৎস্কে এক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ সেনা নিহত হয়েছেন।
বুধবার (৭ ডিসেম্বর) দোনেৎস্কে রাশিয়ার নিযুক্ত প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
দোনেৎস্কের রাশিয়ার নিযুক্ত প্রশাসনের প্রধান দেনিশ পুশিলিন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বলেছেন, টি-০৫১৭ মহাসড়কে ট্র্যাজেডিপূর্ণ এক সড়ক দুর্ঘটনা ১৬ জন নিহত হয়েছে।
পুশিলিন আরও জানিয়েছে, দোনেৎস্কের তোরেজ এবং শাখতারস্কের সংযোগ সড়কে ঘটে যাওয়া ওই দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
সূত্র: এএফপি