সুন্নি মুসলিম গণহত্যার খলনায়ক রক্তখেকো আসাদ সরকারের গুম ও নির্যাতনের সর্ববৃহৎ কুখ্যাত কারাগার সাইদু-নায়া উন্মুক্ত করে দিলো সিরিয়ার দেশপ্রেমিক সুন্নি যোদ্ধারা।
রবিবার (৮ ডিসেম্বর) বাদ ফজর কারাগারটি নিয়ন্ত্রণে নেওয়ার পর তা উন্মুক্ত করে দেওয়া হয়।
সিরিয়ান মানবাধিকার সংস্থার এক বিবৃতিতে বলা হয়, দামেশকের উপকণ্ঠে অবস্থিত আসাদ সরকারের গুম ও নির্যাতনের কুখ্যাত সামরিক কারাগার যা একই সাথে দেশটির সর্ববৃহৎ কারাগারও তা নিয়ন্ত্রণে আসার পর উন্মুক্ত করে দিয়েছে সিরিয়ার সুন্নি যোদ্ধারা। এতে এমন অনেক ব্যক্তির খোঁজ পাওয়া গিয়েছে যাদের মৃত ঘোষণা করা হয়েছিলো। শিয়া আসাদ সরকার নিজেদের ও ইরান বিরোধীদের দমনে ভয়াবহ গণহত্যার পাশাপাশি সিরিয়ান সুন্নিদের এই কারাগারে এনে ভয়াবহ নির্যাতন চালাতো। গুম করে রাখতো।
কারা-এলাকা বিজয়ের পর সুন্নি যোদ্ধারা বন্দীদের সামনে ঘোষণায় বলেন, “আমরা সিরিয় জনগণকে কারাগারের সকল বন্দীদের মুক্তির সুসংবাদ দিচ্ছি। সাইদু-নায়া কারাগারের অন্যায়ের যুগের সমাপ্তি ঘোষণা করছি।”
সূত্র: আশ-শারকুল আওসাত