শুক্রবার, মে ৯, ২০২৫

ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ

spot_imgspot_img

আরও এক নতুন চমক নিয়ে হাজির হচ্ছে সারাবিশ্বেই জনপ্রিয় যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ। অন্যান্য যোগাযোগ মাধ্যমের মতো এটি ব্যবহার করতেও ইন্টারনেট সংযোগ অত্যাবশ্যক। তবে এ নির্ভরতা কাটিয়ে উঠেছে প্লাটফর্মটি। ইন্টারনেট বন্ধ থাকলেও প্রক্সি সার্ভারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুবিধা চালু করা হয়েছে।

নিজস্ব প্রক্সি সার্ভার চালুর পাশাপাশি বিশ্বের অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে সার্ভার উন্মুক্ত করার মাধ্যমে অবাধ যোগাযোগ ব্যবস্থা তৈরির আহ্বান জানিয়েছে হোয়াটসঅ্যাপ।

এছাড়া এ ফিচার বা সুবিধাটি কীভাবে ব্যবহার করা যায় সে-সম্পর্কিত নির্দেশনা দেওয়ার কথাও জানিয়েছে মেসেজিং প্লাটফর্মটি।

এ বিষয়ে প্লাটফর্মটির পক্ষ থেকে জানানো হয়, প্রক্সি সার্ভারের মাধ্যমে মেসেজ আদান-প্রদান বা যোগাযোগের সময় হোয়াটসঅ্যাপের নিরাপত্তা ব্যবস্থা একইভাবে কার্যকর থাকবে। ব্যবহারকারীর বিভিন্ন ব্যক্তিগত বার্তা এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকবে। এছাড়া দুজন ব্যবহারকারী যখন কথা বলবে সেটি যেন তৃতীয় কারো কাছে না যায় তাও নিশ্চিত করবে মেটা মালিকানাধীন এ প্লাটফর্ম।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img