ভারতে ইফতার মাহফিলের উদ্যোগ নেওয়ায় আয়ুর্বেদ কলেজে হামলা চালিয়েছে উগ্র হিন্দুত্ববাদী বজরং দলের সন্ত্রাসীরা।
রবিবার (৯ মার্চ) মুসলিম মিররের খবরে এ কথা জানানো হয়।
খবরে বলা হয়, ইফতার মাহফিল আয়োজনের প্রতিবাদে ৮ মার্চ শনিবার উত্তর ভারতের হরিদুয়ার ঋষিকূল আয়ুর্বেদিক কলেজে হামলা চালিয়েছে উগ্র হিন্দুত্ববাদী বজরং দলের সন্ত্রাসীরা।
উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী দলটি হামলার পর কলেজে ইফতার আয়োজন হতে না দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে অভিযোগও দাখিল করে।
অভিযোগে বলা হয়, হরিদুয়ার হিন্দুদের গুরুত্বপূর্ণ ধর্মীয় নগরীগুলোর অন্যতম। অ-হিন্দুদের এধরণের অনুষ্ঠান নিষিদ্ধের আইনও নগরীর আইনের উপ-ধারায় বিদ্যমান। কিন্তু কলেজের মুসলিম শিক্ষার্থীরা ইফতারের মতো অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ ও এতে (অ-হিন্দু) বহিরাগতদের আমন্ত্রণ জানানোর মাধ্যমে নগরীর ধর্মীয় পবিত্রতা ও আইন লঙ্ঘনের চেষ্টা করেছে। এটি শহর ও ঐতিহ্যবাহী কলেজের পবিত্রতা নষ্টের বৃহৎ ষড়যন্ত্র ও ইসলামী জিহাদের অংশ ছিলো। উদ্যোগ নেওয়া মুসলিম শিক্ষার্থীরা এই ইসলামী জিহাদ ও বৃহৎ ষড়যন্ত্রের সাথে জড়িত। ৩ দিনের মধ্যে কলেজ কর্তৃপক্ষকে এই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। নাহয় প্রতিবাদ স্বরূপ আরো তীব্র প্রতিক্রিয়া দেখাবে বজরং দল।
অপরদিকে কলেজ কর্তৃপক্ষ জানায়, মুসলিম শিক্ষার্থীরা যে ইফতার মাহফিল আয়োজন করতে যাচ্ছিলো সেই বিষয়ে তারা অবগত ছিলেন না। ছোট পরিসরে আয়োজনের কথা থাকায় তাদের থেকে অনুমতিও নেওয়া হয়নি। তবে হামলার পর জানার সাথে সাথে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। আয়োজন বাতিল করে দেওয়া হয়।
কলেজ পরিচালক ডিসি সিং বলেন, ঘটনাটি তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার জন্য শিক্ষকদের একটি কমিটি গঠন করা হয়েছে। বিস্তারিত প্রতিবেদন হাতে আসার পর আমরা পরবর্তী পদক্ষেপের দিকে অগ্রসর হবো।
এছাড়া দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও বড় ধরণের সাম্প্রদায়িক দুর্ঘটনা এড়াতে যথাসময়ে উপস্থিত হয়ে সহায়তা করায় হরিদুয়ার পুলিশ প্রশাসনের কৃতজ্ঞতা প্রকাশ করেন।