বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

তারাবির নামাজ পড়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হাটহাজারী মাদরাসার ছাত্র নিহত

এস এম সাইফুল ইসলাম


আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার ইসলামী সাহিত্য বিভাগের ছাত্র হাফেজ মাওলানা রিদওয়ান সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

শনিবার (৮ এপ্রিল) তারাবি পড়ে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজারে জোয়ারিয়ানালা এলাকায় চট্টগ্রাম মহাসড়কের এক যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত হন তিনি।

জানা গেছে, তারাবির নামাজের পর রাত সাড়ে ৯টার দিকে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন মাওলানা রিদওয়ানসহ আরও কয়েকজন। এ সময় সৌদিয়া পরিবহনের একটি বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রীরা সবাই আহত হন। তাদের সবাইকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় মাওলানা রিদওয়ানকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তিনি ইন্তেকাল করেন।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img