সোমবার | ২২ ডিসেম্বর | ২০২৫
spot_img

ট্রাম্পকে আমন্ত্রণ জানাতে আমেরিকায় গেলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানাতে আমেরিকায় গেলেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ।

মঙ্গলবার (৮ এপ্রিল) ট্রাম্পকে আমন্ত্রণ জানানোর উদ্দেশ্যে আমেরিকায় পৌঁছেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

একটি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় গাজ্জা এবং ইয়েমেনের হুতিদের অবস্থা নিয়ে আলোচনা করবেন।

বার্তা সংস্থাটি আরও জানায়, গত সপ্তাহে মার্কিন শুল্ক ঘোষণার আগে এই সফরটি নির্ধারিত হয়েছিল। ট্রাম্পের শুল্ক আরোপ বাজারকে বিপর্যস্ত করেছে এবং সৌদি আরবের প্রধান রপ্তানি তেলের দাম কমাতে পারে এমন বৈশ্বিক মন্দার আশঙ্কা তৈরি করেছে।

অপর দিকে আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সফরে সৌদি পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার উপায় নিয়ে আলোচনা করবেন। সেইসঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে সমস্যা, উন্নয়ন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img