রবিবার | ৯ নভেম্বর | ২০২৫

কুয়েতে আটক এমপি পাপুলকে ‘সবধরনের সেবা’ দেয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, মানবপাচার ও মানি লন্ডারিংয়ের অভিযোগে কুয়েতে আটক এমপি পাপুলকে ‘কনস্যুলার অ্যাকসেস’ দেয়া হবে।

এর আগে তাকে আটকের বিষয়ে কুয়েতের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে জানতে চাইবে বাংলাদেশ।

মোমেন বলেন, বাংলাদেশের যেকোনো নাগরিক পৃথিবীর যেকোনো দেশে সমস্যায় পড়লে তাকে আমরা কনস্যুলার সার্ভিস (দেশের নাগরিক হিসেবে সব ধরনের সেবা) দিয়ে থাকি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উনিও (কাজী পাপুল) এ দেশের নাগরিক। তিনি চাইলে আমরা এই সুবিধা দেব। তবে এর আগ তিনি আটক হয়েছেন কি-না, সে বিষয়ে বিস্তারিত জানতে হবে। ।

শহিদ ইসলাম পাপুল লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য। তার স্ত্রী সেলিনা ইসলামও একজন সংরক্ষিত নারী আসনের এমপি।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img