ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের কারাগারে বন্দি থাকা মুন্তাসির শালাবি নামে এক ফিলিস্তিনির বাড়ি গুড়িয়ে দিয়েছে ইসরাইলি সেনারা।
বৃহস্পতিবার (৮ জুলাই) রামাল্লার তুরমুস আয়া গ্রামে এই ঘটনা ঘটে।
জানা যায়, গভীর রাতে ইসরাইলের বিপুলসংখ্যক সেনা উক্ত গ্রামটিতে অভিযান চালায়। তাদের সাথে তাদের ইঞ্জিনিয়ারিং ইউনিটও ছিলো যারা শালাবির বাড়ি ধ্বংস করার জন্য বিস্ফোরক সংযোজন করছিলো। এতে ওই গ্রামের বাসিন্দারা ইহুদিবাদী সেনাদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পরে। তারা ইসরাইলি সেনাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে থাকে।
মুন্তাসিরের বাড়িটি ধ্বংসের আদেশ এসেছিলো ইসরাইলের সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে। দুই সপ্তাহ আগে শালাবির বাড়ি ধ্বংসের আদেশের বিরুদ্ধে করা তার স্ত্রীর পিটিশন খারিজ করে দিয়ে নিজেদের সিদ্ধান্ত বহাল রেখেছিলো। মুন্তাসির শালাবির স্ত্রী বাড়িটিতে সন্তান নিয়ে বসবাস করতেন।
শালাবিকে আটকের কারণ হিসেবে ইসরাইল দাবি করে যে তিনি ২ মে দখলকৃত ফিলিস্তিনের পশ্চিমতীরে গাড়ি চালানো অবস্থায় গুলি চালিয়ে বেশ কয়েকজন ইসরাইলী সেনাকে হত্যা এবং ২ জনকে জখমী করেছিলেন।
সূত্র: মিডল ইস্ট মনিটর।