ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের কারাগারে দীর্ঘ ৬৫ দিন অনশনের পর মুক্তি পেয়েছেন ফিলিস্তিনি কয়েদি আল গাদানফার আল আতওয়ান।
বৃহস্পতিবার (৮ জুলাই) আল আতওয়ানকে মুক্তি দিতে বাধ্য হয় অবৈধ রাষ্ট্রটির প্রশাসন।
জানা যায়, কোনো অভিযোগ কিংবা বিচার ছাড়াই বিনা অপরাধে কারাগারে আটক রাখার দায়ে ৬৫ দিন পর্যন্ত কোনো খাবার না খেয়ে কারাগারেই তিনি তার প্রতিবাদ করছিলেন। পরে ইসরাইলি প্রশাসন তাকে মুক্তি দিতে বাধ্য হয়। বর্তমানে তিনি ফিলিস্তিনের পশ্চিমতীরের রামাল্লার আল-ইসতেশারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। মুক্তি পাওয়ার পর অনশনও শেষ করেছেন তিনি।
আল আতওয়ানকে ২০২০ সালের অক্টোবরে চতুর্থ বারের মতো আটক করে ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছিলো ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইল। যার মেয়াদ সম্প্রতি আবার নতুন করে বাড়িয়েছিলো তারা। ৫ মে তাকে খাবার-দাবার দেওয়া হবে না বলে ভীতি প্রদর্শনের চেষ্টা করা হলে তিনি নিজেই অনশন শুরু করে দেন এবং কোনো ধরণের খাবারই গ্রহণ করতে রাজি হননি। এমনকি কোনো ভিটামিন ও সাপ্লিমেন্টও নয়!
তার মা মাজদুলীন জানান, তিনি গত সপ্তাহে তার ২৮ বছর বয়সী সন্তানকে কারাগারে দেখতে গিয়েছিলেন।
তার শারীরিক অবস্থার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, তাকে দেখতে ভুতের মতো লাগছিলো। তার দুই গাল একেবারে ফাঁকা হয়ে গিয়েছে। তার দেহ একদম জীর্ণশীর্ণ হয়ে গিয়েছে। কথা বলতে তার খুবই কষ্ট হচ্ছিলো। অতি সামান্যই সে কথা বলছিলো। এমনকি সে হাটতে কিংবা নড়াচড়াও করতে পারছিলো না!
তার মা মাজদুলীন আরও জানান, তার সন্তান আল আতওয়ান ১৯ বছর বয়স থেকে এপর্যন্ত ৪ বার গ্রেফতার হয়েছেন এবং বিভিন্ন মেয়াদে কারাগারে তার সাজা ভোগ করার সময়কাল প্রায় ৭ বছর।