সোমবার | ১৫ সেপ্টেম্বর | ২০২৫

শহীদ পরিবারগুলোকে হজ্বের ব্যবস্থা করে দেওয়ায় সৌদি সরকারকে ধন্যবাদ জানিয়েছে হামাস

ইসরাইলী সেনাবাহিনীর গুলিতে শহীদ হওয়া ফিলিস্তিনি পরিবারের সদস্যদের  রাষ্ট্রীয়ভাবে হজ্ব পালনের করার সুযোগ করে দেওয়াতে সৌদি সরকারকে ধন্যবাদ জানিয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

এক বিবৃতিতে সৌদি সরকারকে ধন্যবাদ জানিয়ে হামাসের পক্ষ থেকে বলা হয়, “শহীদ ফিলিস্তিনি পরিবারের সদস্যদের পবিত্র হজ্ব যাত্রার সুযোগ করে দেওয়ায় আমরা সৌদি আরব কর্তৃপক্ষ ও দেশটির জনগণের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমরা আবারো দুইটি পবিত্র স্থানের উপর দায়িত্বশীলদের এই উপহারের প্রশংসা করছি। তাদের এই পদক্ষেপ প্রমান করে যে তারা ফিলিস্তিনের জনগণকে সমর্থন করছে।”

গত কয়েক বছর ধরেই ফিলিস্তিনি শহীদ ও রাজনৈতিক বন্দিদের পরিবারের ১ হাজার সদস্যকে সরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ্ব পালনের সুযোগ করে দিয়ে আসছে সৌদি আরব। এছাড়াও এ বছর হামাস ও ফাতাহের উচ্চপদস্থ কিছু নেতৃবৃন্দের পাশাপাশি ফিলিস্তিনের প্রধানমন্ত্রীও পবিত্র হজ্ব পালন করেছেন।

ইতিপূর্বে সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রী শায়খ ডক্টর আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আলে শায়েখ এক সাক্ষাৎকারে জানান, “উদ্যোগটি ফিলিস্তিনি জনগণের আত্মত্যাগের প্রতি সৌদি জনগণের সমর্থনকেই প্রমান করে।”

উল্লেখ্য, হজের জন্য আমন্ত্রিতরা জর্ডান ও মিশরের দূতাবাস থেকে বিশেষ অনুমতি নিয়ে সৌদি আরবে পদার্পণ করেন। এছাড়াও তাদের যাবতীয় খরচ সৌদি সরকার বহন করে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img

এই বিভাগের

spot_img